ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সিইসি’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ৭, ২০১৬
সিইসি’র সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক চলছে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে  বৈঠকে বসেছে।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন শেষে প্রতিনিধি দলটি শনিবার (০৭ মে ) বিকেল সোয়া ৪টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসার সুযোগ পায়।

প্রতিনিধি দলে দলটির নেতা ইমরান সালেহ প্রিন্স, ক্যাপ্টেন সুজা উদ্দিন আহমেদসহ অন্যরা রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

শনিবার (০৭ মে) সকাল ৮টায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন অনিয়মের অভিযোগ দিতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাতের সময় চায়। সেই পরিপ্রেক্ষিতে সিইসি তাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৭, ২০১৬

ইইউডি/টিআই

** এবারও ভোট শেষে বিএনপিকে সময় দিলেন সিইসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।