ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুলিয়ারচরে আ’লীগের ২, স্বতন্ত্র ২, স্থগিত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
কুলিয়ারচরে আ’লীগের ২, স্বতন্ত্র ২, স্থগিত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া বাকি দুই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়,  শনিবার (৭ মে) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উসমানপুরে আওয়ামী লীগ প্রার্থী নিজাম কারী (প্রতীক-নৌকা), গোবরিয়া আব্দুল্লাহপুরে স্বতন্ত্র আব্বাস উদ্দিন (প্রতীক-চশমা), সালুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (প্রতীক-আনারস) ও ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শাহ আলম জয় লাভ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, ভোট জালিয়াতির অভিযোগে এ উপজেলার রামদী ও ছয়সূতি ইউনিয়নের একটি করে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এজন্য এ দু’টি ইউনিয়নের ফলাফলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।