ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ছাগলনাইয়ায় আ’লীগ ৪, বিএনপি ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
ছাগলনাইয়ায় আ’লীগ ৪, বিএনপি ১

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।

এরমধ্যে পাঠাননগর ইউনিয়নে রফিকুল হায়দার চৌধুরী জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।



রাধানগর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রাথী রবিউল হক মাহবুবু ৪ হাজার ৬৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেনকে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ২ হাজার ২৮৭ ভোট।

শুভপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ সেলিম পেয়েছেন ৭ হাজার ৫৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কামাল উদ্দিন পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট।

এছাড়া মহামায়ায় ইউনিয়নে গরীবুল্লাহ শাহ, ঘোপালে আজিজুল হক মানিক জয়ী হয়েছেন। এরা দু’জনই আওয়ামী লীগ প্রার্থী।

রিটার্নিং অফিসার মাইনুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।