ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কুড়িগ্রামে আ’লীগ ৯, বিএনপি ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, মে ৭, ২০১৬
কুড়িগ্রামে আ’লীগ ৯, বিএনপি ৭ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯টিতে আওয়ামী লীগ, ৭টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার (৭ মে) চতুর্থ দফায় অনুষ্ঠিত এ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার ৮ ইউনিয়নের ২টিতে আওয়ামী লীগ ও ৬টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর মধ্যে কাঁঠালবাড়ী ইউপিতে আমান উদ্দিন মঞ্জু (প্রতীক-নৌকা), ঘোগাদহ ইউনিয়নে শাহ আলম (প্রতীক-নৌকা), বেলগাছা ইউনিয়নে মাহবুবুর রহমান (প্রতীক-ধানের শীষ), মোগলবাসা ইউপিতে নুরজামাল বাবলু (প্রতীক-ধানের শীষ), যাত্রাপুর ইউপিতে আইয়ুব আলী (প্রতীক-ধানের শীষ), পাঁচগাছি ইউপিতে দেলওয়ার হোসেন (প্রতীক-ধানের শীষ), ভোগডাঙ্গা ইউপিতে সাইদুর রহমান (প্রতীক-ধানের শীষ), হোলখানা ইউপিতে ওমর ফারুক (প্রতীক-ধানের শীষ) বিজয়ী হয়েছেন।

রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার নাজিমখান ইউনিয়নে আব্দুল মালেক নয়া পাটোয়ারী (প্রতীক-নৌকা), রাজারহাট সদর ইউপিতে এনামুল হক (প্রতীক-নৌকা), বিদ্যানন্দ ইউপিতে তাইজুল ইসলাম (প্রতীক-নৌকা), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে রবীন্দ্র নাথ কর্মকার (প্রতীক-নৌকা), চাকিরপশার ইউপিতে জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি (প্রতীক-নৌকা), উমর মজিদ ইউপিতে মোহাম্মদ আলী (প্রতীক-নৌকা) ও ছিনাই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান বুলু (প্রতীক-চশমা) বিজয়ী হয়েছে।

ফুলবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ, ১টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। ফুলবাড়ীর শিমুলবাড়ী ইউপিতে এজাহার আলী (প্রতীক-নৌকা), বড়ভিটা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খয়বর আলী (প্রতীক-মোটরসাইকেল) ও নাওডাঙ্গা ইউনিয়নে বিএনপির প্রার্থী মোসাব্বের আলী মুসা (প্রতীক-ধানের শীষ) বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।