ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরের ২ উপজেলায় আ’লীগ ৫, বিএনপি ১, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
চাঁদপুরের ২ উপজেলায় আ’লীগ ৫, বিএনপি ১, স্বতন্ত্র ২

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগরে ৫, বিএনপির ১ ও স্বতন্ত্র ২ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শনিবার (০৭ মে) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভোট গণনা শেষে রাত ৯টার দিকে শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএ আজিজ বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

বিজয়ীরা হলেন- শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবু হানিফ, সুচীপাড়া উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের মোস্তফা কামাল মজুমদার, সুচীপাড়া দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আবদুর রশিদ, চিতষী পশ্চিম ইউনিয়নের বিএনপির প্রার্থী জোবায়ের কবির বাহাদুর।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে আবদুস সালাম মৃধা, উপদি উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের শহীদ উল্যাহ প্রধানিয়া ও উপাদি দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এটিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।