ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রামপুরা-ভাটারা-বাড্ডা থানা ছাত্রদল কমিটি গঠন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মে ৮, ২০১৬
রামপুরা-ভাটারা-বাড্ডা থানা ছাত্রদল কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত অনুযায়ী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের রামপুরা,ভাটারা এবং বাড্ডা থানার নতুন ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে।

রোববার (০৮ মে) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী সাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আদিবুল হক আল-আমিনকে সভাপতি, মো. ইনামুল ইসলাম লিটন সিনিয়র সহ সভাপতি, মো. মোশারফ হোসেন সরকার বাবু সহ সভাপতি, মো. হেলাল সাদী সাধারণ সম্পাদক করে কমিটি রামপুরা থানা কমিটি গঠন করা হয়।

মো. মাহামুদুর রহমান মাহামুদকে সভাপতি,  কবির হোসেন ইমন সিনিয়র সহ সভাপতি,
আঃ সালাম মুন্সি সাধারণ সম্পাদক, আবদুর রহিম যুগ্ম সাধারণ সম্পাদক ও আবদুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ভাটারা থানা কমিটি গঠন করা হয়।
 
এছাড়া মোহাম্মদ অলিউজ্জামান মিঠুকে সভাপতি, মো. মোজাম্মেল হোসেন সিনিয়র সহ সভাপতি, মো. নাসির উদ্দিন নাসিম সহ সভাপতি, মো. আর্শেদ আলী আশিক সাধারণ সম্পাদক, মো, নুরুন নবী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল হাসনাত খোকন যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. হুমায়ুন আহমেদ হালিম সাংগঠনিক সম্পাদক করে বাড্ডা থানা কমিটি গঠন করা হয়।  
 
ছাত্রদল ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান রাজ এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রুবেল এ কমিটি অনুমোদন দেন। নব নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ তালিকা ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের অফিসে জমা দেওয়ার নির্দেশ দেন এবং আগামী তিন মাসের মধ্যে থানার অধীনস্থ সকল ইউনিটের কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এমএম/বিএস  
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।