ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে প্রতিহত করার ঘোষণা ১৪ দলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মে ৮, ২০১৬
খালেদা জিয়াকে প্রতিহত করার ঘোষণা ১৪ দলের

ঢাকা: দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল।

রোববার (০৮ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণসমাবেশে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া দেশবিরোধী চক্রান্ত শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলসহ খালেদা জিয়াকে রাজনীতিতে প্রতিহত করবো।

দেশে গুপ্তহত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১৫ মে রাজশাহীতে ও ২৪ মে প্রতিটি জেলায় ১৪ দলের গণসমাবেশ কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

মোহাম্মদ নাসিম আরও বলেন, গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনার সরকারকে রক্ষা করতে হবে। যেকোনো মূল্যে খালেদা জিয়াকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, সন্ত্রাস গুপ্তহত্যা প্রতিহত করতে আমরা সারা ঢাকা শহরে পাড়ায়, মহল্লায় ও গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তুলবো। ১৪ দলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলুন।

গণসমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে অসাম্প্রদায়িক ধারা ফিরিয়ে আনা হয়েছে তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। এ অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধ্বংস করতেই এই গুপ্তহত্যা।
মেনন বলেন, দেশে জঙ্গি উত্থানের নাম নিয়ে কোনো নতুন খেলা খেলতে দেওয়া যাবে না। এদেশের জনগণই এই জঙ্গিবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হনিফ বলেন, বিএনপি-জামায়াত এদেশকে ধ্বংস করার জন্য বার বার আঘাত করছে। বঙ্গবন্ধুর পরিবারের ওপর আঘাত হানা হয়েছে। এখন তারা গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। তাদের লক্ষ্য সরকারকে উৎখাত করা।

তারা বঙ্গবন্ধুর পরিবারের ওপর আবার আঘাত করার চেষ্টা করছে। তারা ভাবছে, শেখ হাসিনার ছেলে জয়কে হত্যা করতে পারলে সরকারের ভিত কেঁপে যাবে। তারা পশ্চিমা শক্তিকে সঙ্গে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

গণসমাবেশে আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, ১৪ দলের শরিক দলগুলোর নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হন।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ গণসমাবেশে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এসকে/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।