ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে ২ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ৯, ২০১৬
রংপুরে ২ জামায়াত নেতা গ্রেফতার

রংপুর: নাশকতার অভিযোগে গংগাচড়া উপজেলার জামায়াত সেক্রেটারি ও ইউপি সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ মে) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াত নেতারা হলেন-রংপুরের গংগাচড়া উপজেলার বড়বাড়ী গ্রামের জামায়াত সেক্রেটারি রায়হান সিরাজী (৩৭) ও একই উপজেলার ভুটকা গ্রামের কারী আইয়ুব আলী (৩৫)।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিনাত আলী বাংলানিউজকে জানান, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ওই ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৯ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।