ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

দেলদুয়ার ইউএনও অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৯, ২০১৬
দেলদুয়ার ইউএনও অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট পুনঃগণনার দাবিতে দেলদুয়ার উপজেলা নির্বাহী কমকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে উপজেলার আটিয়া ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেনের সমর্থকরা।

সোমবার (৯ মে) বেলা সাড়ে ১১টায় থেকে পরাজিত প্রার্থী সমর্থকরা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় তাদের হামলায় নারী ও পুরুষসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ৭ মে দেলদুয়ার উপজেলা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজ মল্লিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
এর প্রতিবাদে নিকটতম প্রতিদ্বন্দ্বী পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. সাজ্জাদ হোসেন তার সমর্থকদের নিয়ে ভোট পুনঃগণনার দাবিতে উপজেলা অফিসে হামলা করে নির্বাহী কর্মকর্তার সিএ আব্দুর রহমানের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।

এছাড়া উপজেলা কম্পাউন্ডে থাকা আরো তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং উপজেলার বিভিন্ন অফিসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বাংলানিউজকে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

এদিকে, সংবাদ পেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।