ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ’লীগ কর্মী হত্যা মামলায় বিএনপির ৩৭ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ১০, ২০১৬
আ’লীগ কর্মী হত্যা মামলায় বিএনপির ৩৭ নেতাকর্মী কারাগারে

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের ভাই ও আওয়ামী লীগ কর্মী আতিয়ার রহমান হত্যা মামলায় বিএনপির ৩৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টার দিকে ওই হত্যা মামলার এজাহারভুক্ত ২১ আসামিসহ বিএনপির ৩৭ নেতাকর্মী ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে একই মামলায় গত ৯ মে ৩ জনকে ও ২৪ এপ্রিল বাগাট ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুর রহিম ফকিরসহ ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন একই আদালত।

গত ২৩ এপ্রিল রাতে বাগাট বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আতিয়ার রহমান (৫৫) নিহত হন।

পরদিন নিহতের চাচা শাহাদাত হোসেন বাদী হয়ে মধুখালী থানায় ১০২ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড়শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১০, ২০১৬
আরকেবি /ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।