ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নিজামী শোকে ফের পাকিস্তানের বিবৃতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ১১, ২০১৬
নিজামী শোকে ফের পাকিস্তানের বিবৃতি

ঢাকা: বারবার সতর্ক করার পরেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করছে না পাকিস্তান। আবারও নিজামীর শোকে অন্ধ হয়ে শোক প্রকাশ করেছে একাত্তরে গণহত্যা চালানো দেশটি।

মানবতাবিরোধী নিজামীর ফাঁসি কার্যকর হওয়া পর বুধবার (১১ মে) এ বিষয়ে বাংলাদেশের সমালোচনা করে আবারও বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের কথিত অপরাধের দায়ে বাংলাদেশে জামায়াত ইসলামির আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কর্যকর করায় পাকিস্তান গভীরভাবে শোকাহত। নিজামীর শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং তার অনুসারীদের প্রতি সমবেদনা জানানো হয়। পাকিস্তানের সংবিধান ও আইনের প্রতি সমর্থনই ছিল তার এক মাত্র অপরাধ।

বাংলাদেশে ত্রুটিপূর্ণ বিচারের মাধ্যমে নেতাদের হত্যা করে বিরোধীদলকে দমন করা হচ্ছে অভিযোগ এনে দীর্ঘদিন সামরিক শাসনাধীন থাকা পাকিস্তান বলছে- এটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের চেতনা বিরোধী।

বিবৃতিতে পাকিস্তান আরও বলছে, বাংলাদেশের যেসব মানুষ সংসদে তাদের প্রতিনিধি হিসেবে নিজামীকে নির্বাচিত করেছিল, এ মৃত্যুদণ্ড তাদের জন্যও দুর্ভাগ্যজনক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন আপত্তি তুলে আসছে বলেও উল্লেখ করে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আবারও পকিস্তান ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আংশিক ও বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ১১, ২০১৬
জেপি/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।