ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, মে ১২, ২০১৬
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান নাসির হোসেনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

তবে মাটিতে শুয়ে পড়ার ‍কারণে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

বুধবার (১১ মে) রাত ১১টার দিকে শহরের কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তিনি বড় মাছুয়া ইউপিন নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান।

নাসির হোসেন হাওলাদার বাংলানিউজকে জানান, কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে তার ভায়রার ইসরাত ফার্মসিতে বসেছিলেন তিনি। রাত ১১টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে একটি বোমা বিস্ফোরণ করে তাকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে।

এ সময় তিনি ও পাশে থাকা দুইজন নিচে শুয়ে পড়লে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

মঠবাড়িয়া সার্কেলের এএসপি মো. মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মে ১২, ২০১৬
আরআইইউ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।