ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাগমারায় নির্বাচনী সহিংসতায় আহত আরেকজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
বাগমারায় নির্বাচনী সহিংসতায় আহত আরেকজনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মোনতাজ আলী বাগমারার সারন্দি গ্রামের মৃত সাবের আলীর ছেলে। সংঘর্ষের ওই ঘটনায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো। এর মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন।

এছাড়া গত ৯ মে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলাম বুলু (৪০) নামে একজনের মৃত্যু হয়।

এর আগে গত ৭ মে বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে স্থগিত হওয়া নির্বাচনকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদের সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত ও পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যসহ ১৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের এক হাজার ২০০ নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় মামলা করেছে পুলিশ। এ মামলায় হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনকে গ্রেফতার দেখায় পুলিশ।

এদের মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যাওয়া মোনতাজও ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ১২, ২০১৬/আপডেট: ১৩২২ ঘণ্টা
এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।