ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জামায়াতের হরতালের প্রভাব নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
ময়মনসিংহে জামায়াতের হরতালের প্রভাব নেই

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা হরতালের কোনো প্রভাব পড়েনি ময়মনসিংহে।

বুধবার (১১ মে) সকাল থেকেই ময়মনসিংহের জনজীবন স্বাভাবিক।

হরতাল চলাকালে কোথাও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি।

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল এবং ময়মনসিংহ-ঢাকা রুটসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে নাগরিক জীবন।

নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, গাঙ্গিনারপাড়, চরপাড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে নিত্যকার যানজট হরতালের দিনেও সমান তালেই ছিল।

এদিকে, হরতালে নাশকতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ১২, ২০১৬
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।