ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ি জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
পলাশবাড়ি জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাককে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলা শহরের বেংগোলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজ্জাক পলাশবাড়ি উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি ও গাইবান্ধা সদর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রাজ্জাকের বিরুদ্ধে সদর উপজেলার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা মামলাসহ সাত-আটটি নাশকতার মামলা রয়েছে। বোমা হামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন। বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
এনএইচএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।