ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ৪ শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ১২, ২০১৬
বরিশালে ৪ শিবির কর্মী আটক

বরিশাল: বরিশাল মহানগর কলেজ সংলগ্ন এলাকা থেকে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।

এরা হলেন- জিয়াউদ্দিন, তৈয়বুর রহমান, নাঈম ও ইসমাইল।

বরিশাল বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল বাংলানিউজকে জানান, জামায়াতের ডাকা হরতাল সফল করতে নগরীর মহানগর কলেজ সংলগ্ন এলাকায় মিছিল করার জন্য শিবির কর্মীরা প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ওই চার শিবির কর্মীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ১২, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।