ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রতীক বরাদ্দের আগেই প্রতীকসহ ফেসবুকে প্রচারণা

টিটু দাস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ১২, ২০১৬
প্রতীক বরাদ্দের আগেই প্রতীকসহ ফেসবুকে প্রচারণা

কিশোরগঞ্জ: পঞ্চম ধাপে ২৮ মে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৩ মে প্রতীক বরাদ্দ দেবে উপজেলা নির্বাচন কার্যালয়।

কিন্তু প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগ (নৌকা প্রতীক) ও বিএনপি (ধানের শীষ-প্রতীক) সমর্থকরা দলের প্রার্থীদের ছবি ও প্রতীকসহ পোস্টার আকারে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে মনে করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুল হক রন্টির ছবি ও নৌকা প্রতীকসহ পোস্টার বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে Man Kastul নামে একটি আইডি থেকে লেখা হয়েছে,  আমাদের কাস্তুল ইউনিয়ন এর ১মাত্র চেয়ারম্যান হিসেবে যোগ্য বেক্তি সাইফুল হক রণটি কে সবাই নৌকা মার্কাই ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। ২ বার দেখসি র ভুল করতাম না। উনার মাধমেই উন্নয়ন সম্ভম ইনশাল্লাহ কারন উনি অনেক ভাল ১জন মানুষ। মানুষদের ধোঁকা দেয়না, বাটপারি করে নাই, গণ্ডগোল করে নাই। উনার নামে হাজারটা মামলাতো দূরে ধাক ১টা মামলাও নাই, আমি শুনি নাই কখনও কোন খারাপ কাজের সাথে জরিত আছে। কারো সাথে খারাপ আচরণ করে নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, মনের ভেতর অহঙ্কার নাই। আমি মনে প্রানে ওনাকে সাপোর্ট করি এবং দোয়া করি। ভাল মানুষের পক্ষে সবাই থাকবে ইনশাল্লাহ। আসুন আমরা সবাই উনার পাশে থাকি র অযোগ্যদের কাছ থেকে দূরে থাকি।
জয় আপনার ই হবে ইনশাল্লাহ।

অষ্টগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দ ফারুক আহমেদের ছবি ও নৌকা প্রতীকসহ ফেসবুকে Md SI sojib নামে একজন লিখেছেন,  এবার ভোটারের ভোট এবং সকলের দোয়াই বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লা।

এক নম্বর দেওঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ নামে একটি গ্রুপ পেইজে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. গিয়াস উদ্দিন আশরাফীর ছবি ও ধানের শীষ প্রতীকসহ পোস্টার দিয়ে S.m farhad লিখেছেন, চক্রান্তকারীরা কেড়ে নিয়েছে চার বছর, জনগণ আবার ফিরিয়ে দিবে পাঁচ বছর।

দেওঘর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম মিয়ার ছবি ও নৌকা প্রতীকসহ  ফেসবুকে প্রচারণা চালাতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ.অষ্টগ্রাম শাখা নামে একটি আইডি লিখেছে, দুঃসময়ের কান্ডারি ইব্রাহিম চাচা কে নৌকায় ভোট দিন। উন্নয়নে অংশ নিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, ফেসবুকে প্রতীকসহ প্রচারণা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।