ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৫২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
রাজশাহীতে জামায়াত-শিবিরকর্মীসহ আটক ৫২

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জামায়াত-শিবিরকর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ মে) দিনগত রাত ১২টা থেকে শুক্রবার (১৩ মে) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম শুক্রবার দুপুরে বাংলানিউজকে আটকের বিষয়টি জানান।

ইফতে খায়ের আলম বলেন, গত কয়েকদিন ধরেই পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক অভিযানে শুক্রবার ভোর পর্যন্ত মহানগরীতে ৫২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭ জন জামায়াত-শিবিরকর্মী।

এছাড়া ৮ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জনকে অন্যান্য অপরাধে আটক করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসএস/আরবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।