ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১৪, ২০১৬
খালেদার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার একের পর এক মামলা দিচ্ছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য জানান।

শনিবার (১৪ মে) দুপুরে মিরপুর উপজেলার তালবাড়িয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখেন তিনি।

এসময় হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া গত সাত বছর ধরে কখনো জঙ্গি তাণ্ডব, কখনো সংসদকে অচল করার চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করেছেন। এছাড়াও অবৈধ পথে সরকারের পতনে তিনি চক্রান্ত করে চলেছেন। সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সরকার দেয়নি।  

তথ্যমন্ত্রী বলেন, ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় ধরা পড়ায় স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে। একাত্তরে গণহত্যার যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেওয়া হবে না। ‍

তিনি আরো বলেন, বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য দোষীদের শাস্তি দিয়ে স্তব্ধ করে দিতে হবে।

এসময় মন্ত্রীর স্ত্রী ও জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুরের দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।