ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রয়াত এমপি মুজিবের স্মরণে ময়মনসিংহে নাগরিক শোকসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
প্রয়াত এমপি মুজিবের স্মরণে ময়মনসিংহে নাগরিক শোকসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সরকার দলীয় প্রয়াত সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ময়মনসিংহ পৌরসভার আয়োজনে শনিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।

আরও বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াজেদুল ইসলাম, ডা. হরিশংকর দাস, তারা গোলন্দাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম. এ. কুদ্দুস, শহর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ, মহানগর যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ।  

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে সামাজিক-রাজনৈতিক অঙ্গণে এক গভীর শুন্যতার সৃষ্টি হয়েছে। তার মৃত্যুতে আমরা শোকাহত-মর্মাহত।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।