ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৭ দিনের কর্মসূচি

ঢাকা: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতদিনের কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

এদিন বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন টানা সাত দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালন করবে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, '৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর জিয়াউর রহমানের অপশাসনে দেশে রুদ্ধশ্বাস অবস্থা তৈরি হয়। সেই সময়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন। তাই এ দিবসটি জাতির কাছে গুরুত্বপূর্ণ। দিবসটি যথাযথভাবে পালন করতে আমরা সাতদিনের কর্মসূচি হাতে নিয়েছি।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের এক যৌথ সভায় এ কর্মসূচি নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মাহবুব-উল-আলম হানিফ জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং ৩৫ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলা নিয়ে আলোচনা সভা। যার আয়োজক কেন্দ্রীয় আওয়ামী লীগ। এরপর ১৮ মে কৃষক লীগ, ১৯ মে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ২০ মে স্বেচ্ছাসেবক লীগ, ২১ মে যুবলীগ, ২২ মে জাতীয় শ্রমিক লীগ এবং ২৩ মে ছাত্র লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কার্যনির্বাহী সদস্য পাট ও বস্ত্রপ্রতিমন্ত্রী মির্জা আজম, এসএম কামাল হোসেন, আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।