ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ফরিদপুরে খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়া ও দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে ফরিদপুর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ মে) সকাল ১১টার দিকে শহরের আলীপুর বাদামতলী সড়ক থেকে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের নেতৃত্বে মিছিলটি বের হয়।

যা জনতা ব্যাংকের মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় নেতাদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কি হয় এক পর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা প্রমুখ।

অপরদিকে, বেলা ১২টার দিকে জনতা ব্যাংক মোড় থেকে জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মুরাদ। বক্তরা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।