ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
পটুয়াখালীতে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ আটক ৩

পটুয়াখালী: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ থেকে ৩জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেরেবাংলা সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, সকালে মিছিল করার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এসময় সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে মিছিলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ তিনজনকে আটক করে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএসএম তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে টোটনসহ তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।