ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিক্ষোভ সমাবেশের অনুমতি পেলো বিএনপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বিক্ষোভ সমাবেশের অনুমতি পেলো বিএনপি

ঢাকা: রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি পেলো জাতীয়তাবাদী দল বিএনপি।

রোববার (১৫ মে) সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয় বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম মিন্টু।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে সোমবার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের ভাসানী মিলনায়নে যৌথ সভায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জন বিএনপি নেতার নামে নাশকতা মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।