ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বাঘমারায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বাঘমারায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর হামলা

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ মে) রাতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

দুপুরে ভবানীগঞ্জ গোডাউন মোড় এলাকায় এ হামলা ঘটনা ঘটে।
 
এতে সাবেক চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী আকবর আলী (৫৫) ও তার ছেলে শাহজাহান আলী গুরুতর আহত হয়েছেন। দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বালিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা আকবর আলী মোটরসাইকেলে চড়ে ছেলেকে সঙ্গে নিয়ে যাত্রাগাছি বাজার থেকে ভবানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আকবর আলী ও তার ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

ওসি আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত ৭ মে বাগমারার ১৬টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এসএস/‍জিসিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।