ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট-এর সঙ্গে তার গুলশানের বাসভবনে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সোমবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান বিএনপির নেতারা।

বিএনপির একটি নির্ভরযোগ্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে।

বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারস খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদসহ কয়েকজন সিনিয়র নেতা।

বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী মন্ত্রী (পিডাস) উইলিয়াম ই টড-এর সৌজন্যে এক অনুষ্ঠানের আয়োজন করেন মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট। এতে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ১৬, ২০১৬/আপডেট ১১১২ ঘণ্টা
এমএম/ওএইচ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।