ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

তাজুল ফের কুড়িগ্রাম জেলা জাপার সমন্বয়ক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৬
তাজুল ফের কুড়িগ্রাম জেলা জাপার সমন্বয়ক

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক করা হয়েছে। তাকে কুড়িগ্রামের জেলা, উপজেলা, পৌরসভার কমিটিগুলো পুনরায় গঠন ও পুনর্বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) তাকে এই পদে পুনরায় বহাল করা হয়। এর আগেই দীর্ঘদিন জেলা কমিটির সভাপতি ছিলেন তাজুল ইসলাম চৌধুরী। গত বছরের ১০ সেপ্টেম্বর জাপার প্রেসিডিয়ামের সদস্য ও জেলা কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।