ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সেলিম ওসমান কর্তৃক শিক্ষক লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৬
সেলিম ওসমান কর্তৃক শিক্ষক লাঞ্ছিত করার নিন্দা ও প্রতিবাদ

ঢাকা: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক স্কুলের প্রধান শিক্ষককে ‘কান ধরে উঠ-বস’ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান আলমগীর মজুমদার ও মহাসচিব আলী নূর রহমান খান সাজু, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান ও মহাসচিব মোঃ মহিউদ্দিন আহমেদ এবং জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসন খান মজলিস ও মহাসচিব মিজানুর রহমান মিজু এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

মঙ্গলবার ( মে ১৭) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এহেন কার্যকলাপের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

এ ঘটনা জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদেরই কেবল অসম্মান করেনি, বরং প্রতিটি সভ্য মানুষকেই মর্মাহত করেছে।

নেতৃবৃন্দ সংসদ সদস্য সেলিম ওসমানকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। এছাড়া এহেন ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এছাড়া নেতৃবৃন্দ প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সাদেক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ ইসলামিক পার্টি‘র (বিআইপি) মহাসচিব মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।