ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আ’ লীগের চেয়ারম্যান প্রার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আ’ লীগের চেয়ারম্যান প্রার্থী আহত

ঝিনাইদহ: প্রতিপক্ষের হামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সালাহ উদ্দিন জোয়ার্দার মামুন আহত হয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরে তার ও প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের নাম জানা যায়নি।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে চেয়ারম্যান প্রার্থী মামুন বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে কচুয়া ব্রিজের সামনে এলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী স্বপন ও তার লোকজন তাকে মারধর করেন। খবর পেয়ে মামুনের সমর্থকরা সেখানে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাঁচজন আহত হন। পরে কচুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এসআরএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।