ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদাকেও রিমান্ডে নেওয়ার আহ্বান হাছান মাহমুদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৮, ২০১৬
খালেদাকেও রিমান্ডে নেওয়ার আহ্বান হাছান মাহমুদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কানেকশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও রিমান্ডে নিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বুধবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী পুলিশি রিমান্ডে স্বীকার করেছেন, মোসাদের সঙ্গে শুধু ভারতের আগ্রায় নয়, কলকাতা ও লন্ডনেও মিটিং হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনুমোদনে এ মিটিং হয়েছে।

হাছান মাহমুদের দাবি, কেবল আসলাম চৌধুরী নন, বিএনপির অন্য নেতাদের, প্রয়োজনে খালেদা জিয়াকেও রিমান্ডে নিতে হবে। তাতে সব কিছু বেরিয়ে আসবে।

তিনি বলেন, বিএনপির থলের বিড়াল বেরিয়ে গেছে। আমরা বলার পর বিএনপির পক্ষ থেকে মোসাদের সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে। অথচ আসলাম চৌধুরী স্বীকার করেছেন যে, মোসাদের সঙ্গে বৈঠক করতে বিএনপি প্রধান খালেদা জিয়া তাকে পাঠিয়েছিলেন। আসলাম চৌধুরী রিমান্ডে আরও স্বীকার করেছেন যে, মোসাদের সঙ্গে বৈঠকে আলোচনা ও পরিকল্পনা হয়েছিল, ডিসেম্বরের মধ্যে সরকারের পতন ঘটানো হবে।

খালেদা জিয়াকে পুরো ইসলামী বিশ্বের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচন এলে আপনি কড়া মুসলমান হয়ে যান। আর পুরো ইসলাম জাহানের শত্রু মোসাদের সঙ্গে হাত মিলিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন।
 
আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি অস্বীকার করলেও ফিলিস্তিনি রাষ্ট্রদূত স্বীকার করেছেন এবং উদ্বেগ জানিয়ে বলেছেন যে, কয়েক ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তাদের কাছে আরও প্রমাণ আছে বলেও জানিয়েছেন রাষ্ট্রদূত।
 
বিএনপিকে বর্জনের ডাক দিয়ে হাছান মাহমুদ বলেন, বিএনপি এখন কেবল বাংলাদেশের নয়, পুরো মুসলিম জাহানের শত্রু, তাদের বর্জন করুন।
 
আয়োজক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ১৮, ২০১৬
আরইউ/জিসিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।