ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ব্যারিস্টার জমিরউদ্দিনের ৫ মামলায় হাইকোর্টে বিভক্ত রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ব্যারিস্টার জমিরউদ্দিনের ৫ মামলায় হাইকোর্টে বিভক্ত রায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীর্তির পাঁচ মামলা বাতিলে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শূনানি শেষে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বিচারপতি মো. রেজাউল হক ও মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রায়টি দেন।

আইনজীবীরা জানিয়েছেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মামলা বাতিলে জমিরউদ্দিন সরকারের আবেদন গ্রহণ করলেও কনিষ্ঠ বিচারপতি আবেদন খারিজ করে দিয়েছেন।

আদালতে শুনানি করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আইনজীবী আব্দুর রেজাক খান। বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন, তা নগদে তুলে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাপত্র কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক মামলা পাঁচটি দায়ের করে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এস এম খবীরউদ্দিন বাদী হয়ে ২০১০ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাগুলো দায়ের করেন।

পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জমিরউদ্দিন সরকার। হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। বৃহস্পতিবার রুলের শুনানি শেষে হাইকোর্ট ওই রায় দেন।

বিভক্ত রায় হওয়ায় নিয়ম অনুসারে এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি আবেদন নিষ্পত্তির জন্য একটি একক বেঞ্চ গঠন করে দেবেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ১৯ ,২০১৬/আপডেট: ১৪৫৫ ঘণ্টা
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।