ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির আমিনুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মে ১৯, ২০১৬
বিএনপির আমিনুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

ঢাকা: অর্থ পাচার মামলা বাতিল চেয়ে চারদলীয় জোট সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের করা আবেদন খারিজ করে  দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৯ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আমিনুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

রায়ের পরে খুরশীদ আলম খান জানান, ইতিপূর্বে এ মামলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। তাই এখন মামলাটির কার্যক্রম চলতে আইনগত আর কোনো বাধা নেই।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলের এই মন্ত্রী ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে বিটিটিবির (বর্তমান বিটিসিএল) একটি প্রকল্পের কাজ পাইয়ে দিতে সিমেন্সকে সহায়তা করেন। এর বিনিময়ে সিমেন্সের কাছ থেকে ১৭ লাখ আট হাজার ১৪৫ মার্কিন ডলার ঘুষ নেন।

এ অভিযোগ তুলে ২০১২ সালের ৭ জুন রমনা থানায় দুদক মামলাটি দায়ের করেন।

পরে এই মামলা বাতিল চেয়ে আমিনুল হকের আবেদনের শুনানি নিয়ে ২০১২ সালের ২১ জুন হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ দেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ১৯,২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।