ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সেলিমা আহমদের মৃত্যুতে খালেদার শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
সেলিমা আহমদের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের স্ত্রী সেলিমা আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের একজন প্রখ্যাত ব্যক্তির স্ত্রী হিসেবে মরহুমা সেলিমা আহমদ তার পরিবারের মধ্যে ছিলেন একজন আদর্শস্থানীয় নারী। তার মৃত্যুতে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।

বিএনপি চেয়ারপারসন সেলিমা আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

দীর্ঘদিন রোগভোগের পর বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সেলিমা আহমেদ।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।