ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র নেই বলেই রাজনৈতিক অস্থিরতা বাড়ছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২০, ২০১৬
গণতন্ত্র নেই বলেই রাজনৈতিক অস্থিরতা বাড়ছে

ঢাকা: মহান মুক্তিযুদ্ধের চেতনার সেই ‘গণতন্ত্র’ থেকে দেশ দূরে সরে যাওয়ার কারণেই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে গণতন্ত্রের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির এই নেতা।

তিনি বলেছেন, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনই পারে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে। মূলত গণতন্ত্র ফিরে আসলেই দেশে শান্তি ফিরে আসবে।

শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষকদল এ আলোচনা সভার আয়োজন করে।

মাহবুবুর রহমান বলেন, দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। খুন হচ্ছে ধরা হচ্ছে না। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এতো কঠিন সময় আগে আর কখনও আসেনি।

গণতন্ত্রের সংকটই এখন দেশের সবচেয়ে বড় সংকট উল্লেখ করে তিনি বলেন, আমাদের সংসদ আছে কিন্তু গণতন্ত্র নেই। বিরোধীদল থাকলেও তাদের ভূমিকা নেই। আর গণতন্ত্র না থাকার কারণেই আজ জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

জিয়াকে কৃষকবন্ধু উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, জিয়াউর রহমান কৃষকের ভাবনাকে পরিবর্তন করে তাদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি ছিলেন কৃষকের স্বপ্নদ্রষ্টা।

কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি নাজিম উদ্দিন, এ কে এম মোজাম্মেল হোসেন, এম এ তাহের, যুগ্ম-সম্পাদক তকদির হোসেন মো. জসিম, জামাল উদ্দিন খান মিলন, সহ-দফতর সম্পাদক এস কে সাদী, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।