ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শিক্ষিত সমাজে ধর্মান্ধতার সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
শিক্ষিত সমাজে ধর্মান্ধতার সুযোগ নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: অশিক্ষিত সমাজে ধর্মান্ধতা প্রবেশ করার সুযোগ থাকে, কিন্তু শিক্ষিত সমাজে তা প্রবেশের সুযোগ থাকে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, শিক্ষিত সমাজ ধর্মপরায়ণ হয়।

তারা ধর্মকে জানবে, বুঝবে, ধর্ম পালন করবে। আর অশিক্ষিত হলে তাদের দিয়ে ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করা যায়।

শুক্রবার (২০ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে মেধাবৃত্তি প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, যারা শিক্ষিত সমাজ না চেয়ে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, সে সব লোকেরাই ধর্মের নামে চলমান শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে চায়।

উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মকবুল হোসেন, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ, শিক্ষার্থী সানজানা স্বপ্নিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।