ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে আ’লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, মে ২০, ২০১৬
সাভারে আ’লীগের দুই প্রার্থীর নির্বাচনী সহিংসতায় নিহত ১

সাভার: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারের কাউন্দিয়ার সিংঘাসা গ্রামে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে শহিদুল নামের (৪০) একজন নিহত  হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার (২০ মে) দিনগত রাত ১০টার দিকে সাভারের কাউন্দিয়া গ্রামের সিংঘাসা গ্রামে এঘটনা ঘটে। সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানান, আসন্ন সাভারের কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাতে কাউন্দিয়ার সিংঘাসা গ্রামে দলীয় সভা করেন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফলু ইসলাম খান। সভা শেষ করে তিনি বাড়ি ফেরার পথে সিংঘাসা গ্রামে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শান্ত ইসলামের লোকজন সাইফুল ইসলামের ওপর হামলা চালায়।

এসময় উভয় পক্ষের মধ্যে আধাঘণ্টা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে শহিদুল নামের এক ব্যক্তি নিহত হন। এতে আহত হন অন্তত ৩০ জন।
 
স্থানীয়রা আহদের উদ্ধার করে মিরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় একজন নিহত হওয়ায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম খান ও বিদ্রোহী প্রার্থী শান্ত একে অপরকে দায়ী করেছেন।

সংঘর্ষে এক জন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়:২৩৫০ ঘণ্টা, মে ২০, ২০১৬/আপডেট: ০৩২০ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।