ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পলক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ২১, ২০১৬
অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, তাদের কোনো ছাড় নয়। অপরাধ করে দেশের মন্ত্রী, এমপি বা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরাও পার পাবেন না।

 

শনিবার (২১ মে) দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত এক মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, অপরাধীদের কোনো দল, সমাজ নেই। তারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে। এদের সময়মতো প্রতিহত করা না গেলে সার্বিক ভাবে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। এজন্য পুলিশ প্রশাসনকে সার্বক্ষণিক দৃষ্টি রাখতে হবে।

২৮ মে সিংড়ায় ইউপি নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাকে আইনের কাঠগড়ায় আনা হবে।

তিনি বলেন, জেলার অন্যান্য উপজেলায় যে সুশৃঙ্খল ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিংড়ায়ও এর ব্যতিক্রম ঘটবে না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৬
আরআইইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।