ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মে ২২, ২০১৬
ফেনীতে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যানসহ আটক ৫

ফেনী: ফেনীর সোনাগাজী থানা পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী, যুবদল নেতা ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী দাউদুল ইসলাম মিনারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

শনিবার (২১ মে) বিকেলে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বক্তারমুন্সী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- দাউদুল ইসলাম মিনার (৩০), মো. নুরুল করিম (৩২), হারুনুর রশিদ মিঠু (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বশর (২২)।

র‌্যাব-৭’র অধীন ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বাংলানিউজকে জানান, র‌্যাব সদস্যরা বিকেল ৫টার দিকে বক্তারমুন্সী এলাকার লুক্কার দোকানের সামনে একটি মাইক্রোবাস থেকে (ঢাকা মেট্রো চ- ৫১-৯০২১) তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম পিস্তল ও চারটি অ্যামোনেশন উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় তাদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।