ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

কেশবপুরে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মে ২২, ২০১৬
কেশবপুরে আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৪

যশোর: যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মে) রাতে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী মাসুদুজ্জামান মাসুদ বাংলানিউজকে অভিযোগ করে জানান, বিকেলে মঙ্গলকোট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেনের কর্মীরা চুয়াডাঙ্গা গ্রামে প্রচারাণায় যান। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাসের লোকজন তাদের ওপর হামলা করলে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। কোনো ধরনের উস্কানি ছাড়াই কাদের বিশ্বাসের লোকজন ও ভাড়াটিয়া সন্ত্রাসীরা মনোয়ার হোসেনের কর্মীদের ওপর হামলা করে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে মঙ্গলকোট বাজারে পুনরায় সংঘর্ষ শুরু হলে তারা প্রতিপক্ষকে প্রতিহত করে। এতে উভয়পক্ষের আরও পাঁচ থেকে সাতজন কর্মী আহত হন। এসময় তাদের পাঁচ-ছয়জন কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পাঁচ থেকে ছয়জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।