ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘জনবিচ্ছিন্নতার কারণে সরকারে অস্থিরতা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ২২, ২০১৬
‘জনবিচ্ছিন্নতার কারণে সরকারে অস্থিরতা’ ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: জনবিচ্ছিন্নতার কারণে সরকারের মধ্যে অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, সরকারের মধ্যে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে।

কারণ, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর কারণে স্বৈরাচারী আচরন ও অপরাধ করে যাচ্ছে।

 

রোববার (২২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে কমল একাডেমি আয়োজিত ‘শফিক রেহমানসহ সকল পেশাজীবী রাজনীতিবিদের অবিলম্বে মুক্তি-বন্ধ মিডিয়া খুলে দেওয়া, বিপন্ন গণতন্ত্র- বিধস্ত নির্বাচনী ব্যবস্থা স্বাভাবিক, গ্রহণযোগ্য অবস্থায় ফিরিয়ে  আনা’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ আল নোমান বলেন, জনবিচ্ছিন্ন হওয়ার কারণে সরকার যে অপরাধ করছে, তার হিসাব বিএনপি নিক বা না নিক এদেশের জনগণ একদিন নেবেই। সরকারের এ অপকর্মের জবাব জনগণ দেবেই।

শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে নোমান বলেন, শফিক রেহমান একজন স্বাধীনচেতা মানুষ, গণতান্ত্রিক মানুষ। এটাই ছিলো তার সবেচেয়ে বড় অপরাধ।

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান পরিস্থিতি  নিয়ে আমি আতঙ্কগ্রস্ত। পরিবর্তনটা কিভাবে হবে? আমরা মাহমুদুর রহমান, শফিক রেহমানসহ সবার মুক্তি চাচ্ছি। তাদের মুক্তি কিভাবে হবে? এখন তো ছাত্র আন্দোলন নেই, যুব আন্দোলন নেই, জাতীয় আন্দোলন নেই। তাদের মুক্তি চাইলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আজকে দেশের অবস্থা ভয়াবহ। শফিক রেহমান রাজনীতি করেন না। একজন স্বাধীনচেতা মানুষ, তার সঙ্গে দ্বিমত থাকতে পারে। কিন্তু তিনি জেলে যাবেন এটা মেনে নেওয়া যায় না।

প্রধানমন্ত্রীর কাছে তিনি শফিক রহমানের মুক্তি দাবি করেন। একই সঙ্গে মাহমুদুর রহমানকে গ্রেফতার করাকে অন্যায় বলে দাবি করেন দুদু।

সংগঠনের চেয়ারম্যান মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. অা ফ ম ইউসুফ হায়দার, ধানের শীষ পত্রিকার সম্পাদক শাখাওয়াত হোসেন সায়ান্থ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমসি/এএএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।