ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ককটেল বিস্ফোরণ, ঘরবাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ২২, ২০১৬
মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ককটেল বিস্ফোরণ, ঘরবাড়ি ভাঙচুর

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও রাজাকান্দি গ্রামে আওয়ামী লীগ সমর্থিত রিপন হোসেন এবং বিদ্রোহী প্রার্থী মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি বসতঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।

রোববার (২২ মে) দুপুরে এ ধাওয়া-পাল্ট‍া ধাওয়া শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখার সময়ও ধাওয়া-পাল্ট‍া ধাওয়া চলছিল।

পু্লিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চলছে।

গত সাত দিনে এ ইউনিয়নে কয়েক দফা নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে। এসব কারণে গ্রাম ছাড়া হয় কয়েকশ’ মানুষ। আহত হয় উভয়পক্ষের বেশ কয়েকজন সমর্থক। পু্লিশ এ পর্যন্ত শতাধিক ককটেল উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।