ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মে ২২, ২০১৬
ফেনীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে জখম

ফেনী: ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় মাতুভূঞাঁ ইউনিয়নে নাসির উদ্দিন নামে বিএনপি সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন আরো ছয়জন।

রোববার (২২ মে) দুপুরে উপজেলার ফাজিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নাসির উদ্দিনসহ অন্য আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

দাগনভূঞাঁ উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানান, নাসির উদ্দিন তার নির্বাচনী গণসংযোগ করতে গেলে দুর্বৃত্তরা হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় তিনি আওয়ামী লীগ সমর্থিত ইউপি প্রার্থীর সমর্থকদের অভিযুক্ত করেন।

এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পৃক্ততা নেই।
এটি তার ব্যক্তিগত বিরোধের কারণে হয়েছে। শুনেছি বিএনপি প্রার্থী নাসিরের কাছে একজন হুন্ডির টাকা পেত। আর সে টাকা সংক্রান্ত বিরোধের ঘটনায় তার ওপর হামলা হতে পারে।

দাগনভূঞাঁ থানার পরিদর্শক আসলাম উদ্দিন জানান, তিনি ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।