ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‍‘দেশ এখন গডফাদারদের নিয়ন্ত্রণে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ২২, ২০১৬
‍‘দেশ এখন গডফাদারদের নিয়ন্ত্রণে’

ঢাকা: দেশ এখন গডফাদারের নিয়ন্ত্রণে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

পবিত্র শবে বরাত উপলক্ষে রোববার (২২ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ শেষে তিনি এ মন্তব্য করেন।

‍রিজভী বলেন, অনির্বাচিত সরকার  গ্রামে-গঞ্জেই নয়, জেলায় জেলায় গডফাদার তৈরি করেছে। বর্তমানে তাদের তৈরি করা গডফাদাররা এখন দেশ চালাচ্ছে।

বিএনপির এ নেতা বলেন, ‍আইন বলতে কিছু নেই। দেশ চালায় গডফাদার। তাদের  গডফাদারের হাতেই আইন। প্রচলিত আইনের কোনো বালাই নেই। আজকের এই পবিত্র শবে বরাতের দিনে আল্লাহ-তালার কাছে দোয়া করবো দেশ এই দুঃশাসন থেকে মুক্তি পায়।

মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই এমন মন্তব্য করে তিনি বলেন, মানুষের জীবন আজ বিপন্ন। কোনো ধর্মের লোকই আজ নিরাপদ নয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মগুরুরা নিহত হচ্ছে, অথচ সরকার নির্বিকার। হত্যাকাণ্ড ঘটলেই আসল হত্যাকারীদের আড়াল করতে তারা শুধু বিএনপির ওপর এর দায় চাপাচ্ছে।

দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, প্রথম যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক নেতা আব্দুল মতিন, অ্যাডভোকেট  আব্দুস সালাম খান, ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মে ২২, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।