ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকা প্রতীকের কর্মীকে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মে ২৩, ২০১৬
নৌকা প্রতীকের কর্মীকে পিটিয়ে হত্যা

যশোর: যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রচারণায় গিয়ে সুমন মণ্ডল (২২) নামে নৌকা প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুমন মণ্ডল উপজেলার মজিদপুর ইউনিয়নের কুসুলদিয়া গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।

মজিদপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, রোববার রাতে তার কর্মীরা মির্জাপুর গ্রামে প্রচারণায় যান। পরে রাতে বাড়ি ফেরার সময় সুমন মণ্ডল নামে এক কর্মীকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবু’র কর্মীরা পিটিয়ে হত্যা করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে বলেন, এক যুবককে পিটিয়ে হত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু বকর আবু’র বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৬

পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।