ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা, অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৬
সোনাগাজীতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা, অগ্নিসংযোগ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন দোলনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷

রোববার (২২ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দোলন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তিনি বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে তার বাড়ির সামনে অচেনা দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

২৮ মে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় জনগণ।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে৷

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।