ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ২৩, ২০১৬
মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

খাগড়াছড়ি: মঙ্গলবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

২০ মে (শুক্রবার) পিসিপির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাধাদান, সমাবেশের মঞ্চ-প্যান্ডেল ভাঙচুরের অভিযোগে এ অবরোধের ঘোষণা দেওয়া হয়।

পাহাড়ী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির দপ্তর সম্পাদক রুপেশ চাকমার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

অবরোধে অ্যাম্বুলেন্স, সাংবাদিক-সংবাদপত্র বহনকারী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহ গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীরাও অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।