ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. হানিফ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন।

সোমবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর এলাকায় হোসেন্দি বাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ একই ইউনিয়নের লষ্করদি গ্রামের নজু মিস্ত্রির ছেলে। হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হানিফ আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থক।

পুলিশ জানায়, রাতে বাজার এলাকায় এই ইউপির স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাহাবুবুল হক মজনু কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লা খান তোতাও ওই মিছিলে ছিলেন। এর কিছুক্ষণ পর একই এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মিঠুর পক্ষেও একটি মিছিল বের হয়। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। এরপর দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে মিঠুর সমর্থক হানিফ গুলিবিদ্ধ হন। এই অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে পুলিশ শটগানের ১৩১ রাউন্ড গুলি এবং সাতটি টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে পাঁচজন পুলিশ আহত হয়।

ঘটনার পর থেকে স্বতন্ত্র প্রার্থী মজনু ও তার সমর্থকরা পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।