ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি ষড়যন্ত্রের দল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৪, ২০১৬
‘বিএনপি ষড়যন্ত্রের দল’ ছবি: পিয়াস - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি ষড়যন্ত্রের দল। দলটি সরকারকে বিপদে ফেলতে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৪মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও বতর্মান পরিস্থিতি’ শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বতর্মানে খালেদা জিয়া অসংলগ্ন কথা বলছেন। তিনি এখন খুব বিমূর্ষ অবস্থায় আছেন। কেননা তিনি এখন গভীর হতাশায় নিমজ্জিত। কারণ তার পাশে এখন আর কেউ নেই।

তিনি বলেন, খালেদা জিয়া দেশে টানা ৯৩ দিন অবরোধ দিয়েছিলেন কিন্তু সেই ধমর্ঘট এখনো চলছে। এদিকে গয়েশ্বর রায় অনেক সময় অবচেতন মনে সত্য কথা বলে দেন। তাই আমি গয়েশ্বর রায়কে ধন্যবাদ জানাই। মাঝে মাঝে সত্য কথা বললে আমাদের জন্য অনেক ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্টমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ষড়যন্ত্রের মধ্য দিয়েই বাংলাদেশ আজ এতদূর এসেছে। এদিকে একটি জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। যে কাজে বতর্মানে বিএনপি লিপ্ত আছে।

হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ স্বাধীনতা পরিষদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ২৪,২০১৬
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।