ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৬
রংপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

রংপুর: রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসু রংপুর মহানগরীর রাধাবল্লভ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সহপাঠী জয়ন্তকুমারের সঙ্গে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় মাহিগঞ্জ সড়কের সাতমাথা মোড়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা হাসু সড়কে ছিটকে পড়ে। এ সময় গুরুত্বর অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসানুর রহমান হাসু মৃত্যু হয়।

ওই ঘটনায় আহত মোটরসাইকেল চালক হাসুর বন্ধুকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি বাংলানিউজকে জানান, তিনি রংপুর সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক। তিনি রাস্ট্র বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানে হয়েছে। এই ঘটনায় ইজিবাইকটি আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।