ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে জামায়াতের ৩ কর্মীসহ ৪৫ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২৫, ২০১৬
রংপুরে জামায়াতের ৩ কর্মীসহ ৪৫ আসামি গ্রেফতার

রংপুর: রংপুর ও মিঠাপুকুর থানায় নাশকতা ও পেট্রোল বোমা হামলার অভিযোগের মামলায় জামায়াতের ৩ কর্মীসহ ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত থেকে বুধবার (২৫ মে) সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামায়াতের ৩ কর্মী হলেন- মিঠাপুকুর থানার মকরমপুর গ্রামের আবদুল জলিলের ছেলে জামায়াতকর্মী সেকেন্দার আলী (৪২), উপজেলার মুরাদীপুর গ্রামের লোকমান উদ্দিনের ছেলে শিবিরকর্মী মকসেদুল ইসলাম (২৫) ও উপজেলার মুরাদীপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে জামায়াতকর্মী মো. আবদুল গফুর (৩২)।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, নাশকতার ও পেট্রোল বোমা হামলার অভিযোগে জামায়াতের ৩ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।